• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ক্লাবের প্রতীকের সন্মান বাঁচানোর লড়াই: কুয়াদ্রাত

জিততে মরিয়া ইস্টবেঙ্গল।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে যে মোহনবাগান এসজি-র চেয়ে পিছিয়েই আছে তারা, এ কথা স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই ইস্টবেঙ্গল এফসি-র স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতের। তবু দলের ফুটবলারদের ওপর তাঁর যথেষ্ট ভরসা আছে বলেই যে ক্ষীণ আশার আলো মনের মধ্যে জ্বালিয়ে রেখেছেন তিনি, সেই আশা থেকেই বলছেন, এই ডার্বি জিতে ছন্দে ফিরে আসতে পারে তাঁর দল।

রবিবার ম্যাচ ড্র হলেও ইস্টবেঙ্গলের প্লে অফের রাস্তা কার্যত সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু তিন পয়েন্ট পেলে তারা সেই রাস্তায় থাকবে। যদিও আশেপাশের দলগুলি কেমন কী করছে, সে দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। অর্থাৎ, রবিবারের ডার্বি কার্লস কুয়াদ্রাতের দলের কাছে কার্যত আইএসএলের ফাইনালের মতো। হারা চলবে না কিছুতেই।

এই অবস্থায় যে সমানে দলকে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুয়াদ্রাত, তা শনিবার সাংবাদিক বৈঠকে তাঁর কথাবার্তাতেই স্পষ্ট বোঝা গেল। যখন বললেন, “কাল আমরা আমাদের প্রতীকের সন্মান বাঁচাতে নামব। তাই দলের ছেলেরা হার না মানা মনোভাব নিয়েই মাঠে নামবে, যাতে সমর্থকদের মুখে হাসি ফোটানো যায়”।  

চলতি মরশুমে একাধিকবার কলকাতা ডার্বি দেখেছে ভারতীয় ফুটবল এবং বেশিরভাগ ম্যাচেই যে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তাঁর দল, তা মনে করিয়ে দিয়ে কুয়াদ্রাত বলেন, “এ মরশুমে চারটি ডার্বির মধ্যে আমরা দুটোতে জিতেছি। তৃতীয় ম্যাচে আমরা জয়ের কাছেও পৌঁছে যাই। কিন্তু পেট্রাটস ৮৮ মিনিটে গোল করে ম্যাচটা ড্র করে দেয়। অন্য ডার্বিতে আমরা হেরে যাই। দেখা যাক কাল কী হয়”।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top