• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে লড়াই করেও হার ইস্টবেঙ্গলের

সুযোগ নষ্টের খেসারত দিল লাল-হলুদ ব্রিগেড।

ফের একঝাঁক ভুল ও সেই ভুলের খেসারত দিতে হল ইস্টবেঙ্গল এফসি-কে। একাধিক গোলের সুবর্ণ সুযোগ পেয়েও ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে হারল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ের ১-০-য় জিতে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল। পাঁচ ম্যাচে চার নম্বর হারের পর কলকাতার নেমে গেল দশ নম্বরে। আইএসএলে এই প্রথম এই দুই দলের মুখোমুখিতে ফয়সালা হল এবং তা গেল চেন্নাইনের পক্ষেই। যুবভারতীতে নেমে এর আগে এটিকে মোহনবাগানকেও হারিয়েছে তারা। এ বার কলকাতার অপর দলের কাছ থেকেও তিন পয়েন্ট ছিনিয়ে নিল চেন্নাইন এফসি।

এ দিন চেন্নাইয়িনের দীর্ঘদেহী ইরানি ডিফেন্ডার ভাফা হাখামানেশির গোলে জয় পায় চেন্নাই। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করে দলকে জয় এনে দেওয়ার পরেই অবশ্য ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান তিনি। তবে ইস্টবেঙ্গল এফসি-র ডিফেন্ডার সার্থক গলুইও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচের শেষ কুড়ি মিনিট দুই দলকেই দশ জনে খেলতে হয়।

     

বিজ্ঞাপন

Goto Top