• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলে প্রথম জয় লাল-হলুদের। 

অবশেষে চলতি হিরো আইএসএলে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবলে প্রথম পয়েন্ট অর্জন করল তারা। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও এই প্রথম জয় পেল তারা। তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়ে এ দিন লিগ টেবলের আট নম্বরে উঠে এলে লাল-হলুদ বাহিনী।

বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু থেকেই ‘দুর্বল’ প্রতিপক্ষের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়ে স্টিফেন কনস্টান্টাইনের দল, যিনি এই ম্যাচের আগে সাংবাদিকদের মারফৎ আগের চেয়েও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার হুঁশিয়ারি দিয়েছিলেন । ম্যাচে সেই পরিকল্পনাই বাস্তাবায়িত করেন লাল-হলুদ শিবিরের ফুটবলাররা। শুরুতে ১১ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা। প্রথমার্ধের দাপটের পরে দ্বিতীয়ার্ধেরও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে তারা এবং ৫৩ মিনিটেই দ্বিতীয় গোল আসে ম্যাচের সেরা চ্যারিস কিরিয়াকুর পা থেকে। নর্থইস্টের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন ও’ডোহার্টি। নর্থইস্টের পক্ষে বাড়তি সময়ে একটি গোল শোধ করেন ম্যাট ডার্বিশায়ার। তবে এর বেশি তারা কিছু করতে পারেনি।     

     

বিজ্ঞাপন

Goto Top