• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

নেজমেহ এফসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

উচ্ছ্বসিত লাল-হলুদ জনতা।

ছন্দ ফিরে পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল।ভুটানের থিম্পুতে স্বপ্নপূরণ হল লাল-হলুদের। একইসঙ্গে দেখিয়ে দিল যে বিদেশের মাটিতে লাল হলুদের মশাল সবসময় জ্বলতেই থেকেছে খারাপ সময় নিভে যায়নি। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের শেষ ম্যাচে লেবাননের ক্লাব নেজমেহ এফসি-কে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল তারা। 
জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। শেষ চার ম্যাচে পাঁচ গোল করলেন লাল হলুদের দিমিত্রি। অপর গোলটি আত্মঘাতী। তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে শেষ করল অস্কার ব্রুজোর ছাত্ররা। 
 আট মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। মাদিহ তালালের নিখুঁত কর্নার থেকে বিপক্ষের এক ফুটবলারের হেড নিজেদেরই জালে জড়িয়ে যায়। ১৫ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গল। ডান দিক থেকে পাস দিয়েছিলেন তালাল। কাছ থেকে নিখুঁত ফিনিশে গোল করেন দিমিত্রি। তিন মিনিট পরেই আত্মঘাতী গোল হজম করে লাল-হলুদ। তিন মিনিট পরেই গোল হজম করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ওই ফলেই ম্যাচ জেতে লাল-হলুদ। একই সঙ্গে আলোর উৎসবে থিম্পুতে মশাল জ্বালিয়ে দিল ইমামি ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের খেলায় ৫ মার্চ এবং দ্বিতীয় লেগের খেলা ১২ মার্চ। 
 

     

বিজ্ঞাপন

Goto Top