• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ

ম্যাচ জিততে চান স্টিফেন।

 

বিশ্বের সেরা ডার্বিগুলির পাশে কলকাতা ডার্বিকে বসাতে চান ইস্টবেঙ্গল এফসি- ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন তিনি জানেন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই বেশ কঠিন হবে তবু তিনি এই ম্যাচে জেতার কথা ছাড়া কিছু ভাবছেন না প্রতিপক্ষ এটিকে মোহনবাগান যথেষ্ট ভাল দল, মেনে নিয়েই বলছেন, তাঁর দল ভাল না খেললে প্রতিপক্ষের হাতে শাস্তি পেতেই হবে হিরো আইএসএলের প্রথম ডার্বিতে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে দলের অধিনায়ক ক্লেটন সিলভাকে পাশে বসিয়ে এমনই খোলামেলা কথাবার্তা বললেন লাল-হলুদ কোচ

স্টিফেন বলেন, ‍‘আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত ওরা ভাল দল আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব আমরা এখানে জিততেই এসেছি ডার্বিতে ফর্মই শেষ কথা নয় সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে

 

     

বিজ্ঞাপন

Goto Top