• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

আত্মবিশ্বাসী কোচ কনস্ট্যানটাইন।

পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। গত দুই ম্যাচেই হার। এই পাঁচ ম্যাচে পাঁচ গোল দিয়ে ন’গোল খাওয়া। এই পরিসংখ্যানগুলো ইস্টবেঙ্গল শিবিরকে যে খুব একটা চিন্তায় রেখেছে, তা নয়। তবে উজ্জীবিত করার পক্ষে যথেষ্ট। এই জায়গা থেকেও যে উঠে আসা যায়, তা এর আগে একাধিক দল দেখিয়েছে। শুক্রবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে যাদের বিরুদ্ধে নামবে তারা, সেই বেঙ্গালুরু এফসি-রও খাদের কিনারা থেকে উঠে আসার ইতিহাস আছে। স্টিফেন কনস্টান্টাইনের দল এখন সামনের দিকে তাকিয়ে সেই লড়াইই করে যাচ্ছেন।

যতই হোক ন’গোল খেলেও পাঁচ গোল তো দিয়েছে তারা। এ ছাড়া কত গোলের সুযোগ যে নষ্ট করেছে তারা। নিজেদের ভুলের মাশুলই দিতে হয়েছে বারবার। কোচ কনস্টান্টাইন তাই একেবারে যথার্থ ভাবেই বলেছেন, “আমাদের ভুলের জন্যই আমাদের বারবার ব্যর্থ হতে হচ্ছে। যতক্ষণ না আমরা ভুল করছি, ততক্ষণ আমাদের হারানো কঠিন”। তা হলে নিশ্চয়ই এই ভুলগুলো শুধরে মাঠে নামতে পারলেই জয়ে ফিরে আসা সম্ভব। সত্যিই সম্ভব কি না, তা বোঝা যাবে আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে।

     

বিজ্ঞাপন

Goto Top