জয়ের ধারা বজায় রাখতে চান লাল-হলুদ কোচ।
কেরালা ব্লাস্টার্সের মতো দুর্দান্ত দলকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটালেও এই এক জয়ে উচ্ছ্বসিত হতে রাজি নন ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্টান্টাইন। বুধবার লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে তিনি যথেষ্ট সতর্ক।
দুটো কারণে চিন্তায় তিনি। এক, দলের ছেলেরা আবেগের আতিশয্যে ভেসে এই ম্যাচে ভুল করে বসতে পারে, এবং দ্বিতীয়ত, কিছুই হারানোর নেই যাদের, সেই নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের অসাবধানতার সুযোগ নিয়ে সমস্যায় ফেলতে পারে, এই ভাবনাগুলোই তাঁকে হয়তো চিন্তায় রেখেছে। সাংবাদিক বৈঠকে ব্রিটিশ কোচের কথাবার্তা শুনে সে রকমই মনে হল, যখন বললেন, “কাগজে কলমে ওরা কেমন দল, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। ওরা কেমন খেলছে, সেটাই আসল কথা। ২-৩ জন নতুন খেলোয়াড়কে নেওয়ার পর ওরা আগের চেয়ে উন্নতি করেছে। আইএসএলে সব খেলাই কঠিন। আমাদের পুরোপুরি ‘ফোকাসড্’ থাকতে হবে। গত সপ্তাহের ম্যাচে যে রকম খেলেছিলাম, ও রকম খেলতে পারলে তিন পয়েন্ট পাওয়া সম্ভব। আমরা যদি ঠিকমতো খেলতে না পারি, তা হলে জেতা সম্ভব হবে না। ওরা এখানে হারতে আসেনি, ওরা লড়াই করবে বলেই আমার মনে হয়”।