কোয়ার্টার ফাইনালে ধাক্কা লাল-হলুদের।
ঘরের মাঠে ম্যাচে। বিপক্ষের প্রথম একাদশে নেই কোনও বিদেশি। তা সত্ত্বেও বুধবার আর্কাদাগকে হারাতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে প্রচুর পাস খেললেও সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারলেন না দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা। বরং দুরন্ত কয়েকটি সেভ করে হারের ব্যবধান কমালেন প্রভসুখন গিল।
ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন চোখ ধাঁধানো স্প্রিন্ট টানলেন তুর্কমেনিস্তানের তারকা। কাউন্টার অ্যাটাকে তিনি উঠে আসেন বক্স পর্যন্ত। সেখান থেকে বল ধরে বোকা বানান লাল-হলুদ রক্ষণকে। ঝাঁপিয়ে পড়েও শট বাঁচাতে পারেননি গিল। বাঁদিক ঘেঁষে জালে জড়িয়ে যায় বল। মাত্র ১০ মিনিটের মাথায় গোল হজম করার পরে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। বরং একের পর এক আক্রমণ শানায় আর্কাদগ। ইস্টবেঙ্গল ভালো খেললেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেননি মেসি বাউলিরা। পরপর কর্নার পেলেও নিট ফল শূন্য। দ্বিতীয়ার্ধে বাসিমভের গোলমুখী শট দুরন্ত সেভ করেন গিল। তাঁর অনবদ্য পারফরম্যান্সের কারণেই এদিন বড় ব্যবধানে জিততে পারল না আর্কাদগ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে তুর্কমেনিস্তানের ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে ওঠার জন্য অ্যাওয়ে ম্যাচে গিয়ে বড় ব্যবধানে জিততে হবে সল ক্রেসপোদের। নয়তো আন্তর্জাতিক ট্রফিজয়ের স্বপ্নও শেষ।