• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আই এসএলে সপ্তম ম্যাচেও জয়হীন ইস্টবেঙ্গল

ম্যাচে জোড়া লাল কার্ড। 

আই এসএলে সপ্তম ম্যাচেও জয়হীন থাকলো ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। এদিন প্রথম আধ ঘন্টার মধ্যেই ৩৬ সেকেন্ডের ব্যবধানে রেফারি হরিশ কুণ্ডু জোড়া লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নন্দকুমার সেকা এবং নাওরেম মহেশকে। কিন্তু তার পরের এক ঘন্টাতে ইস্টবেঙ্গল রক্ষণ কে অতিক্রম করে গোল করতে পারেনি মহমেডান স্পোর্টিং।
আধঘণ্টার মধ্যে ইস্টবেঙ্গল পরপর দুটো লাল কার্ড দেখে নয় জন হয়ে যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির আবহে এই ছবি গত পঞ্চাশ বছরে নেই। আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং এর দ্বৈরথ শনিবারের সন্ধ্যায় তাই বিতর্কিত এবং স্মরনীয়। 
২৮ মিনিটে অমরজিৎ সিংকে ঘুষি মারেন নন্দকুমার।  রেফারি হরিশ কুণ্ডু লাল কার্ড দেখান।  পরের মিনিটেই সেন্টার সার্কেলের সামনে চতুর্থ রেফারিকে লক্ষ্য করে জলের বোতলে লাথি মারলে দ্বিতীয়বার লাল কার্ড দেখেন মহেশ। ফলে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড মহেশকে দেখান রেফারি। 
প্রথমার্ধে প্রতিপক্ষ নয় জনে খেলছে দেখেও মহমেডান স্পোর্টিং কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। অন্তত প্রথম পঁয়তাল্লিশ মিনিটে। রেফারি হরিশ কুণ্ডুর ম্যাচ পরিচালনা সমালোচনার উর্ধে নয়। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের দিমিত্রিয়াসকে বক্সের মধ্যে  সাদাকালো শিবিরের রেমসাঙ্গা ফাউল করলে রেফারি পেনাল্টি দেওয়ার বদলে ফাউল দেন। 
দুই উইঙ্গার মহেশ এবং নন্দকুমারের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে লাল হলুদ রক্ষন যেভাবে প্রতিপক্ষ আক্রমনকে রুখল তা আশাব্যঞ্জক। 
বিরতির পরেও একই ছবি। মহমেডানের আক্রমনের ঢেউয়ের সামনে লড়াই ইস্টবেঙ্গল রক্ষনভাগের। খেলার গতির বিপরীতে ৫৬ মিনিটে মাদিহ তালাল গোল করতে ব্যর্থ হন।
এই ড্রয়ের ফলে আই এস এল এ প্রথম পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল সাত ম্যাচে তাদের পয়েন্ট ১। অন্যদিকে মহামেডান সাত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রইল মহমেডান। অন্যদিকে সাত ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তের দলের লিগে ১৩ তম স্থানে রইল লাল হলুদ।
 দু’জন বেশি নিয়ে খেলার অ্যাডভান্টেজ তুলতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। উলটে দাঁতে দাত চেপে এক ঘণ্টারও বেশি সময় ডিফেন্সে যে লড়াইটা দিয়েছেন অস্কার ব্রুজোর ছেলেরা, তা নিঃসন্দেহে তারিফযোগ্য।
প্রায় ১১ বছর পর মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহামেডান। আইএসএলে এটাই দুই দলের প্রথম দ্বৈরথ। ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হলেও, পরিস্থিতি বিচারে লাল-হলুদ সমর্থকদের মুখে চওড়া হাসি ফুটতেই পারে। অন্যদিকে, এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট না পাওয়ার জন্য চেরনিশভের চাকরি গেলে, অবাক হওয়ার বিন্দুমাত্র কিছু থাকবে না।
হারের ডাবল হ্যাটট্রিকের পর লাল-হলুদের এই এক পয়েন্ট যেন রুক্ষ মরুভূমিতে একফোঁটা জলের মতোই।  যেন জীবন ফিরে পেল লাল-হলুদ দল। এদিন শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামে লাল-হলুদ মশাল জ্বলাতে দেখা গেল সমর্থকদের। এই এক পয়েন্ট পেয়েই আইএসএলে নতুন লড়াই শুরু করতে মরিয়া অস্কার ব্রিগেড। সমর্থকরাও আশাবাদী ভালো দিনের ব্যাপারে।

     

বিজ্ঞাপন

Goto Top