• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সিলভার গোলে বেঙ্গালুরু বধ ইস্টবেঙ্গলের

সুনীল, কৃষ্ণাদের আটকে দিল লাল-হলুদ।

উজ্জীবিত লড়াই করে বেঙ্গালুরু এফসি-কে তাদের মাঠে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার কলকাতা থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ক্লেটন সিলভার একমাত্র গোলে জিতে তিন পয়েন্ট অর্জন করল লাল-হলুদ ব্রিগেড। ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় পেল তারা। গত দুটি ম্যাচে হারার পরে এই জয় এল তাদের।

লিগ টেবলের একেবারে নীচের দিকে থাকা ইস্টবেঙ্গল এফসি-র কাছে শুক্রবারের এই ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই, যেখান থেকে তিন পয়েন্ট পাওয়া তাদের কাছে ছিল খুবই জরুরি। তাই শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেন ক্লেটন সিলভা, নাওরেম মহেশ, চ্যারিস কিরিয়াকু, সেম্বয় হাওকিপরা। কিন্তু মাঝমাঠে জর্ডন ও’ডোহার্টি ও আক্রমণে ভিপি সুহের প্রত্যাশিত ফর্মে না থাকায় ৬৮ মিনিট পর্যন্ত উদ্দেশ্য সফল হয়নি তাঁদের। কিন্তু তার পরে ২৩ বছর বয়সি নাওরেম মহেশ একক দক্ষতায় যে ভাবে মাঝমাঠ থেকে বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে ক্লেটন সিলভাকে প্রায় গোল সাজিয়ে দেন, তা অনেক দিন মনে রাখার মতো।

সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা, উদান্ত সিং, হাভিয়ে হার্নান্ডেজদের আটকে এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ছয় ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে লিগ তালিকায় আট নম্বরে উঠে এল। টানা তিন ম্যাচে হেরে বেঙ্গালুরু এফসি নেমে গেল নয় নম্বরে।     

     

বিজ্ঞাপন

Goto Top