• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

দু’বার এগিয়েও নর্থইস্টের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

ক্লেটনের জোড়া গোল।

ফের জয়ের কাছে পৌঁছেও জয়ের দরজা খুলতে পারল না ইস্টবেঙ্গল এফসি। অথচ তিন-তিনটি গোল করল  তারা। এবং খেলও তিনটি গোল। চলতি হিরো আইএসএল টেবলের একেবারে নীচে থাকা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও পুরো তিন পয়েন্ট তুলতে পারল না তারা। প্রথমে গোল দিয়েও তারা পিছিয়ে যায় এবং ফের এগিয়ে গিয়েও ব্যবধান বজায় রাখতে পারল না লাল-হলুদ বাহিনী।

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তিন পয়েন্ট পেলে নয় থেকে আট নম্বরে যেতে পারত ইস্টবেঙ্গল এফসি। কিন্তু সেই উদ্দেশ্য সফল হল না রক্ষণের ভুলের জন্য, যা তাদের চলতি লিগে বরাবরই ভুগিয়ে আসছে। আক্রমণ ভাল হলেও রক্ষণের দোষে যে বরাবরই তারা পিছিয়ে যাচ্ছে, তা আরও একবার প্রমাণিত হল এ দিন। এই ড্রয়ের ফলে লিগ টেবলে অবস্থান অপরিবর্তিত রয়ে গেল দুই দলেরই। 

ইস্টবেঙ্গলকে দশ মিনিটের মাথায় এগিয়ে দেওয়ার পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ফের দলকে এগিয়ে দেন ব্রাজিলীয় স্ট্রাইকার। প্রথমার্ধের মাঝামাঝি দু’মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন পার্থিব গগৈ ও জিতিন এমএস। প্রথমার্ধের শেষ মিনিটে বাইসাইকেল কিকে অনবদ্য গোল করে সমতা আনেন লাল-হলুদের ব্রিটিশ স্ট্রাইকার জেক জার্ভিস। শেষে নর্থইস্টের তরুণ মিডফিল্ডার ইমরান খানের গোলে ম্যাচের ফল হয় ৩-৩।

     

বিজ্ঞাপন

Goto Top