• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ড্র দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

তিন গোলে জয় পেল মহামেডান। 

কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল।রবিবার খিদিরপুরের বিরুদ্ধে ০-০ ফলে আটকে গেল লাল-হলুদের রিজার্ভ বেঞ্চ। প্রথম একাদশকে অবশ্য বিশ্রাম দিয়েছিলেন সহকারী কোচ বিনো জর্জ।

তবে রিজার্ভ বেঞ্চ নিয়ে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ শানিয়েছে তারা। যদিও গোলের দেখা পায়নি লাল-হলুদ।

অন্যদিকে, কলকাতা লিগেও দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান। নিজেদের প্রথম ম্যাচে এরিয়ানকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা।

     

বিজ্ঞাপন

Goto Top