• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বড় জয় ইংল্যান্ডের, ভালো শুরু নেদারল্যান্ডসেরও

সেনেগালকে ২-০ গোলে হারাল ডাচরা।

 

বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড। ইরানকে ৬-২ গোলে হারিয়ে দিল সাউথগেটেরদল।

ম্যাচের ৩৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। বাঁক খাওয়ানো অসাধারণ শটে বলটি সোজা জালে জড়িয়ে যায়। এই ধাক্কা সামলে ওঠার আগেই ফের গোল। ম্যাগুয়েরের বাড়ানো পাস ধরে বেশ দূর থেকেই শট নিয়েছিলেন সাকা।গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন তিনি।দুমিনিটের মাথায় কেনের ক্রস ধরে গোল করেন রহিম স্টার্লিং।প্রথমার্ধে তিন গোল খেয়েই ম্যাচ থেকে একেবারে হারিয়ে যায় ইরান।

এগিয়ে থেকেও একেবারেই আত্মতুষ্টিতে ভোগেনি সাউথগেটের শিষ্যরা। ৬২মিনিটে ফের গোল করেন সাকা। তবে ৬৫ মিনিটে ব্যবধান কমান ইরানের তারেমি। ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন সাউথগেট। নামার এক মিনিটের মধ্যেই গোল করেন ্যাশফোর্ড।৮৯ মিনিটে কার্যত ফাঁকা মাঠে গোল করেন গ্রিলিশ।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে গোল করেন তারেমি।

অন্যদিকে, বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল নেদারল্যান্ডসও। সেনেগালকে ২-০ গোলে হারিয়ে দিল তারা।

 

     

বিজ্ঞাপন

Goto Top