• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেল ইকুয়েডর

০-২ গোলে হার কাতারের। 

ঘরের মাঠ। সমর্থক ঠাসা স্টেডিয়াম। তবুও ইকুয়েডরের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ০-২ গোলে হেরে গেল আয়োজক দেশ কাতার।

ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে ফের গোল। মাঠের ডানদিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান ইকুয়েডরের অধিনায়ক। গোলকিপারের নাগাল এড়িয়ে গোলপোস্টের একদম কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে যায়। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষের লাগাতার আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা।বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে আক্রমণ করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি ইকুয়েডর।

 

     

বিজ্ঞাপন

Goto Top