• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই ইস্টবেঙ্গলের

প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

ডার্বির হতাশাজনক পারফরম্যান্সের পর বার ঘুরে দাঁড়ানোর পালা ইস্টবেঙ্গল এফসি- সেই লক্ষ্যেই তারা আজ ঘরের মাঠে নামছে চেন্নাইয়িনে বিরুদ্ধে সেই চেন্নাইয়িন যারা সপ্তাহ তিনেক আগে এই মাঠে নেমে হারিয়ে গিয়েছে কলকাতার অপর দল এটিকে মোহনবাগানকে

তবে সেটাই এখন পর্যন্ত চেন্নাইয়িন- প্রথম শেষ জয়। বাকি দুটি ম্যাচের একটিতে হার ড্রয়ের পর তারা চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে। শুরুটা যতটা সাড়া জাগিয়ে করেছিল জার্মান কোচ থমাস ব্রদারিচের দল, পরের দুই ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা। এফসি গোয়ার কাছে দুগোলে হার বেঙ্গালুরু এফসি- সঙ্গে - ড্র তাদের হিসেব ওলোটপালোট করে দেয়। বার সেই উল্টেপাল্টে যাওয়া হিসেব মেলানোর সুযোগ হিসেবে এই ম্যাচকেই নিচ্ছে দক্ষিণের দলটি। আইএসএলে চেন্নাইয়িন এফসি ইস্টবেঙ্গল এফসি- মধ্যে অদ্ভূত একটা সম্পর্ক রয়েছে আজ পর্যন্ত কোনও দলই একে অপরের বিরুদ্ধে জিততে পারেনি চারবারের মুখোমুখিতে প্রতিবারই ড্র হয়েছে দুই দলই চারটি করে গোল করেছে আজ দুই দলের মুখোমুখিতে অন্যরকম কোনও ইতিহাস তৈরি করতে পারবে কি না, সেটাই দেখার

 

 

 

     

বিজ্ঞাপন

Goto Top