• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বেদিয়ার শেষ মুহূর্তের গোলে হার ইস্টবেঙ্গলের

প্রথম ম্যাচেই তিন পয়েন্ট এফসি গোয়ার।

ম্যাচের শেষ মিনিটে ডান দিকের উইং থেকে এডু বেদিয়ার লম্বা হাওয়ায় ভাসানো ফ্রি কিক সোজা ঢুকে পড়ল গোলে। বক্সের মধ্যে থাকা দুই দলের ফুটবলাররা শুধু দেখলেন। কেউই বল ছুঁতেও পারলেন না। এই শেষ মুহূর্তের গোলেই ইস্টবেঙ্গল এফসি-র হাত থেকে জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। ঘরের মাঠে চলতি হিরো আইএসএলের প্রথম ম্যাচে লাল-হলুদ শিবিরের প্রথম পয়েন্ট পাওয়ার স্বপ্ন কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার করে দিলেন এডু।

ম্যাচের সাত মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধে তারাই আধিপক্য বিস্তার করে। দ্বিতীয়ার্ধে নিজেদের দলে পরিবর্তন এনে ও কৌশল পাল্টে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল এফসি। ৬৪ মিনিটের মাথায় ক্লেটন সিলভার পেনাল্টি থেকে আসা গোলে সমতা আনে তারা। একেবারে শেষে বাড়তি চার মিনিট পেয়ে শেষে তা কাজে লাগিয়ে নেয় গোয়ার দলই, যারা গতবার ছিল লিগ তালিকার নয় নম্বরে। এ বার শুরুতেই ভাল কিছু করার ইঙ্গিত দিয়ে রাখল তারা। 

 

     

বিজ্ঞাপন

Goto Top