জয়ের ধা্রাবাহিকতা ধরে রাখতে চান সবুজ-মেরুন কোচ।
ডার্বি মানেই বড় ম্যাচ, বিশাল কিছু, সমর্থকেরা এমনটা মনে করলেও এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো কিন্তু একে আর পাঁচটি ম্যাচের মতোই নিচ্ছেন। ইস্টবেঙ্গল এফসি-কেও অন্য প্রতিপক্ষদের মতোই গুরুত্ব দিতে চান তিনি। তার বেশি কিছু নয়। প্রতিপক্ষের চেয়ে নিজের দল নিয়েই বেশি ভাবতে চান তিনি। তবে নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে জেতা যে অবশ্যই বিশেষ ব্যাপার, তা স্বীকার করতে ভোলেননি ফেরান্দো। দলের খামতিগুলোও রাতারাতি শোধরানোর চেষ্টা না করে ধাপে ধাপে শুধরে নিতে চান বলে সাংবাদিকদের জানালেন তিনি।
তিনি বলেন, ‘ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নরকমের ব্যাপার ঘটে। অনেক সময় চাপের মুখে ছোটখাটো ব্যাপারগুলোর ওপর থেকে নজর সরে যায়। এটা ফুটবলেরই অঙ্গ। এই নিয়ে পরে আবার কাজ শুরু করতে হয়। এই প্রক্রিয়াটা মোটেই সোজা নয়। ছেলেদের সবসময়ই বলি পরিকল্পনা, কৌশল থেকে সরে গেলে চলবে না। ধাপে ধাপে এগুলো ঠিক হবে এবং দল আরও শক্তিশালী হবে। দলের পরিকল্পনাটা ঠিক থাকা খুব জরুরি। এএফসি কাপ সেমিফাইনালের মতো ম্যাচ হেরে গেলে হতাশা আসে ঠিকই। তবে অতীতটাকে তো আর বদলে ফেলা যায় না। বর্তমান. ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’