• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

এএফসিতে ভালো ফল করতে চান ফেরান্দো

আগামী মরশুমেও মোহনবাগানের কোচের পদে বহাল জুয়ান। 

গত মরশুমে হিরো আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী মরশুমের জন্যও জুয়ান ফেরান্দোকে কোচের পদে বহাল রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন বাহিনী নতুন মরশুম শুরু করবে এএফসি কাপের ম্যাচ দিয়ে। যদিও এএফসি এখনও চূড়ান্ত সূচী প্রকাশ করেনি। তবে ফেরান্দো তাঁর দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন ১৫ জুলাই থেকে।

আরও এক মরশুমের চুক্তির পর ফেরান্দোর প্রতিক্রিয়া, “আগামী মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় আমি খুশি। এ জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী মরশুমেও সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা গতবারের চ্যাম্পিয়ন। তাই সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব ও তাদের প্রত্যাশা অনেক বেশি। এই ক্লাবের দর্শনই হল প্রতি বছর উন্নতি করা। এ বার দল আরও শক্তিশালী হচ্ছে। আইএসএলে এ বারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভল ফল করা”।

     

বিজ্ঞাপন

Goto Top