• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ফেডারেশনের নির্বাসনে মহাসংকটে মোহন-ইস্ট

মেহতাবের আশা সমস্যা মিটে যাবে। 

মহা সংকটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফাতৃতীয় পক্ষের হস্তক্ষেপের এর কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা এর ফলে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মুখে পড়ল তেমনি অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ।

ফিফার এই শাস্তির ঘোষণার জন্য মোহনবাগানে এফসি কাপে খেলতে পারবে না ইস্টবেঙ্গল নতুন বিদেশিও রিক্রুট করতে পারবে না পাশাপাশি সুনীল ছেত্রীরা এফসি চ্যাম্পিয়নস লিগ কেউ খেলতে পারবেন না। মহা সংকটে পড়ে গেল ভারতীয় ফুটবল এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলেন,‍‘ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্যই এই ঘটনা ঘটল।কেন এটা তারা করল। বোর্ড বা কমিটি গঠন করলে এই ধরনের ঘটনা ঘটত না। কেউ ভারতীয় ফুটবলের কথা ভাবল নানিয়ম মেনে কাজ করলে এই ঘটনা ঘটত না ।’ তবে মেহতাব বিশ্বাস করেন এই  সমস্যা কেটে যাবে। আবার ভারতীয় ফুটবলে আলো দেখা যাবে এই প্রসঙ্গে তিনি বলেন, ‍‘ আমি কোনওদিন দেখিনি যে এআইএফএফকে সাসপেন্ড করেছে ফিফা আগে ঘটেছে কিনা জানিনা ভবিষ্যতেও ঘটবে কিনা সেটা বলতে পারব না তবে এই প্রথম দেখলাম আমি চাই এমন কেউ আসুক যে ফুটবল খেলেছে এবং ভালো ভাবতে পারবে সকলের।  এমন নিঃস্বার্থ লোক আসুক ফেডারেশনে। আশা করি এই সংকট কেটে যাবে যোগ্য লোকের হাতে পড়া উচিত ফেডারেশন। তবে সব সমস্যার সমাধান ঘটবে।’

 

     

বিজ্ঞাপন

Goto Top