• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আইএসএলে যে পাঁচ বিদেশি তারকা নজর কাড়তে পারেন

নজরে জনি কাউকো, ওগবেচেরা।

আইএসএল মানেই এক ঝাঁক বিদেশি ফুটবলারের মেলা, যাঁদের অনেকেই বিশ্বের সর্বোচ্চ স্তরের ফুটবলের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা নিয়ে এই লিগে খেলতে আসে অনেকে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে না পারলেও সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে থাকেন ভারতের এক নম্বর লিগের পাঁচজন বহুচর্চিত তারকা, যাদের ওপর নজর থাকবে ফুটবলপ্রেমীদের, তাঁদের নিয়েই এই বিশেষ প্রতিবেদন

গ্রেগ স্টুয়ার্ট (সেন্টার ফরোয়ার্ড, মুম্বই সিটি এফসি)

হিরো আইএসএলের অন্যতম সেরা অ্যাটাকারকে বার জামশেদপুর এফসি থেকে নিজেদের শিবিরে নিয়ে এসেছে মুম্বই সিটি এফসি এবং আনার পরই তারা হাতেনাতে ফল পেয়ে গিয়েছে মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে এই স্কটিশ তারকাই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন

বার্থোলোমিউ ওগবেচে (ফরোয়ার্ড, হায়দরাবাদ এফসি)

চারটি মরশুমে ৭৭ ম্যাচ খেলে তাঁর ৫৩টি গোল করা সাতটি অ্যাসিস্ট করা হয়েছে ৩৭ বছর বয়সে এখন জীবনে পড়ন্ত বিকেল ঢলে পড়লেও বিন্দুমাত্র তা মনে করেন না ওগবেচে স্টুয়ার্টের মতো এই নাইজেরীয়ও যথেষ্ট কার্যকরী খেলোয়াড় গতবার হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর অবদান ছিল যথেষ্ট

জনি কাউকো (অ্যাটাকিং মিডফিল্ডার, এটিকে মোহনবাগান)

 

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে সোজা ভারতে হিরো আইএসএল খেলতে আসা একমাত্র ফুটবলার এই জনি কাউকো, যিনি ফিনল্যান্ডের জার্সি গায়ে ২০২১-এর ইউরোর মাঠে নামার পরই এটিকে মোহনবাগানে সই করেন চিরকাল ইউরোপের আবহাওয়ায় খেলে আসা কাউকো ভারতে এসে বেশ সময় নেন

 

রয় কৃষ্ণা (ফরোয়ার্ড, বেঙ্গালুরু এফসি)

গত তিন মরশুম কলকাতা মাতিয়ে বার ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-তে বছর জুনে ফিজির এই তারকাকে বিদায় জানায় এটিকে মোহনবাগান সম্ভবত কোচ হুয়ান ফেরান্দোর খেলার স্টাইলের সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারছিলেন না রয়

ইভান গঞ্জালেজ (সেন্টার ব্যাক, ইস্টবেঙ্গল এফসি)

ইস্টবেঙ্গল এফসি বার নতুন দল গড়ে শুরুতেই ডিফেন্সের অন্যতম সেরা তারকা ইভান গঞ্জালেজকে সই করিয়ে নিয়েছে গত বছর এফসি গোয়ার হয়ে খুব ভাল পারফরম্যান্স দেখান এই স্প্যানিশ ডিফেন্ডার ১৭টি ম্যাচ খেলেন তিনি

     

বিজ্ঞাপন

Goto Top