• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

এমবাপের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বিশ্বকাপ থেকে বিদায় পোল্যান্ডের।

 

অনবদ্য কিলিয়ান এমবাপে। জোড়া গোল করলেন। সেই গোলের সুবাদেই পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স।

ম্যাচের প্রথমার্ধে একটা সুযোগ মিস করলেও দ্বিতীয় সুযোগে গোল করতে কোনও ভুল করেননি অলিভার জিরু। ম্যাচের ৭৭ মিনিটে রোখা গেল না কিলিয়েন এমবাপেকে। স্বপ্নের ফর্মে রয়েছেন ফরাসি স্ট্রাইকার। জিরুর বাড়ানো বল থেকে ধৈর্য ধরে, সময় নিয়ে নিখুঁত টাচে তা জালে জড়ান এমবাপে। ম্যাচের শেষ লগ্নে আবারও নিজের পা দিয়ে রূপকথা আঁকেন তিনি। ফ্রান্স যে গতিতে এগিয়ে চলেছে, তাতে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারেন ফরাসিরা

ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে পোল্যান্ডের পক্ষে ব্যবধান কমান লেওয়ানডস্কি।

     

বিজ্ঞাপন

Goto Top