অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের দুই সদস্য ভানলাপেকা গুইতে ও গুনরাজ সিং গ্রেওয়ালকে আগামী কয়েক মরশুমের জন্য সই করিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি। অনূর্ধ্ব ১৭ দলের হয়ে বেশি কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দুই তরুণ ফুটবলারেরই রয়েছে। ক্লাবের ভবিষ্যতের কথা ভেবে এই দুই তরতাজা তরুণকে এখন থেকেই নিজেদের শিবিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইস্টবেঙ্গল এফসি।
এ বছর অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের আগে স্পেনে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দল যেঅনুশীলন ম্যাচ খেলে, তাতেই এই দুই ফুটবলারকে দেখে পছন্দ হয় ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের। তিনি বলেছেন, “কয়েক মাস আগে মাদ্রিদে গুইতে ও গুনরাজকে ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলতে দেখেছিলাম। দলের প্রতি ওদের দায়বদ্ধতা ও খেলার স্টাইল আমার খুব পছন্দ হয়েছিল। ইস্টবেঙ্গল এফসি-তে আমাদের তরুণ প্রতিভাদের তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে ভাল পেশাদার ফুটবলার হয়ে ওঠে। আমি নিজে এফসি বার্সেলোনার লা মাসিয়া (যুব অ্যাকাডেমি) থেকে উঠে এসেছি। তাই সেরা তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারে আমি বরাবরই উৎসাহী। যদি তারা তৈরি থাকে”।