দল হিসেবে নিজেদের আরও উন্নত করে তুলতে চান।
ভুবনেশ্বরে ভারতীয় ফুটবল দলের চলতি প্রস্তুতি শিবিরের সুযোগ-সুবিধা দেখে রীতিমতো মুগ্ধ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এই প্রথম ভারতীয় দল ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির করছে, যেখানে দেশের ৪১ জন প্রতিভাবান ফুটবলারকে ডেকে নিয়মিত অনুশীলন ও শারীরিক কন্ডিশনিং করাচ্ছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ।
প্রস্তুতির সুযোগ-সুবিধা নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে গুরপ্রীত বলেন, “ওডিশায় আমরা যা সুযোগ-সুবিধা পাচ্ছি, তা অসাধারণ। এখানে যা রয়েছে, তার পরে খেলোয়াড়দের আর কিছু চাওয়ার থাকতে পারে না। ট্রেনিং ফেসিলিটি, ড্রেসিং রুম, রিকভারি, জিম, ফিটনেসের সরঞ্জাম, সব দিক থেকেই যথেষ্ট উন্নত ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের প্রস্তুতি শিবির বেশ ভাল হচ্ছে। আমাদের একাধিক পরীক্ষা নেওয়া হয়েছে এখানে। আমরা প্রত্যেকেই প্রতিদিন অনুশীলনে যাওয়ার জন্য মুখিয়ে থাকি। আমরা সৌভাগ্যবান যে, ওডিশা সরকারের সমর্থন পাচ্ছি আমরা”।
এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে ভাল ফল করতে গেলে এই ধরনের প্রস্তুতিই প্রয়োজন বলে মনে করেন ভারতীয় গোলকিপার। তিনি বলেন, “এশিয়ান কাপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের যত ম্যাচ খেলার সুযোগ আসবে, তত ম্যাচ খেলতে হবে। তা হলে দলের খেলোয়াড়রা বারবার একত্র হতে পারবে। একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে পারবে। আমরা দল হিসেবে নিজেদের আরও উন্নত করে তুলতে পারব”।