ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য কাজ করবেন প্রাক্তন কোচ।
প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ফিরিয়ে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট। এ বার অন্য ভূমিকায়। দলের টেকনিক্যাল ডিরেক্টর বা টিডি হিসেবে নিযুক্ত হলেন তিনি। ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে এই খবর জানানো হল শুক্রবার।
হিরো আইএসএলে সফল কোচেদের মধ্যে সামনের সারিতে রয়েছেন হাবাস। যখন এটিকে এফসি-র কোচ ছিলেন, তখন তাদের দু’বার হিরো আইএসএল খেতাব জিতিয়েছেন হাবাস। ২০১৪ ও ২০১৯-২০-তে। ২০১৫-য় তাঁর প্রশিক্ষণে কলকাতার দল সেমিফাইনালে উঠেছিল। ২০২০-২১-এ এটিকে মোহনবাগানকেও তুলেছিলেন ফাইনালে। এ রকম একজন সফল কোচকে ২০২২-এর ডিসেম্বরে লিগ চলাকালীনই বিদায় জানানো হয় দলকে সঠিক পথে চালিত না করতে পারার জন্য। এ বার সেই হাবাসকেই ফিরিয়ে আনা হল।
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, এই স্প্যানিশ কোচকে এ বার মূলত সবুজ-মেরুন বাহিনীর বিভিন্ন বয়সভিত্তিক দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে। শক্তিশালী সিনিয়র দল তৈরির পাশাপাশি যুব ফুটবলের উন্নতিতে কাজে লাগানো হবে তাঁকে। মূলত যুব ও বয়সভিত্তিক দলগুলি থেকে ভাল ভাল ফুটবলার তুলে আনাই এ বার মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য। সব দলকে পর্যবেক্ষণ করে তাদের উন্নতির পরামর্শ দেবেন হাবাস।
এই নতুন ভূমিকা পালনের প্রস্তাবে রাজি হয়ে হাবাস বলেছেন, “মোহনবাগান এসজি-র কর্ণধার ড. সঞ্জীব গোয়েঙ্কা আমাকে আবার কলকাতায় কাজ করার জন্য বেছে নিয়েছেন, সে জন্য আমি খুশি ও সন্মানিত। কোচিং জীবনের সেরা সময়টা কলকাতায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমীরা যে ভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, তা ভোলার নয়। এ বার আমি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল স্টাফের সঙ্গে কাজ করব”।