নিজামের শহর থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। মঙ্গলবার গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি ঘরের মাঠে তাদের ১-০-য় হারিয়ে দুই নম্বরে থাকা নিশ্চিত করে ফেলে। অর্থাৎ তারা সরাসরি সেমিফাইনালে খেলবে। প্রথম দুটি জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এ বার বাকি চারটি জায়গার জন্য লড়াই আরও কঠিন হয়ে গেল। এই ম্যাচ হেরে সেরা ছয়ে থাকার দৌড়ে নিজেদের অবস্থা আরও কঠিন করে ফেলল সবুজ-মেরুন বাহিনী। এই নিয়ে টানা তিনটি ম্যাচে জয়হীন থাকল তারা।
এ দিন ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর ৭৯তম মিনিটে মাঠে নামা নাইজেরীয় তারকা বার্থোলোমিউ ওগবেচের দূরপাল্লার শটের গোলে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ এফসি। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে দুই নম্বর জায়গাটা পাকা করে ফেলল তারা। এই মরশুমে আর কোনও দল এই সংখ্যাটা ছুঁতে পারবে না। তাই এ বার বাকি চারটি জায়গার জন্য দৌড় শুরু হবে। যার জন্য দাবিদার পাঁচটি দল।