সন্দেশ, সুনীলের গোল।
মায়ানমারের পর এ বার কিরগিজ প্রজাতন্ত্রকেও হারাল ভারত। মঙ্গলবার তাদের ২-০-য় হারিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজেত হিরো ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল ভারতীয় দল। মণিপুরের ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে এ দিন দুই অর্ধে একটি করে গোল করে ভারত। দু’টিই আসে সেটপিস থেকে। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার ফ্রিকিক থেকে গোল করেন সন্দেশ ঝিঙ্গন ও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
এ দিন দেশের জার্সি গায়ে ৮৫ নম্বর গোলটি করেন তিনি। বিশ্বের সেরা দশ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে পিছনে ফেলে দিলেন তিনি। এ দিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ৩৮ বছর বয়সি সুনীল। পুরো দলটাকেই তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।
এ দিন প্রথমার্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও ৩৪ মিনিটের মাথায় আসা সন্দেশ ঝিঙ্গনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও দাপট বাড়ে ভারতীয়দের। তবে বিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে পারেনি। তবু ৮৪ মিনিটের মাথায় গোলমুখী নাওরেম মহেশ সিং পেনাল্টি বক্সের মধ্যে অবৈধ ভাবে বাধা পাওয়ায় পেনাল্টি পায় ভারত ও তা থেকে জয়সূচক গোলটি তুলে নেন সুনীল।
এ দিন বল দখলের লড়াইয়ে ভারতীয়দের পিছনে (৫৫-৪৫) ফেলে দেয় বিশ্ব ক্রমতালিকায় তাদের চেয়ে ১১ ধাপ এগিয়ে থাকা কিরগিজ প্রজাতন্ত্র। কিন্তু সারা ম্যাচে ভারতই বেশি (৪-১) গোলে শট নেয়। সুনীলদের ছ’টি শটের মধ্যে চারটিই ছিল গোলে এবং কিরগিজদের দশটির মধ্যে একটিমাত্র শট গোলমুখী ছিল। আকাশ, সন্দেশ, আনোয়ার, প্রীতমদের তোলা রক্ষণের দেওয়ালে চিড় ধরাতে পারেননি কিরগিজ অ্যাটাকাররা।