• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

থাপার গোলে মায়ানমারের বিরুদ্ধে জয় ভারতের

 ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভ সূচনা সুনীল ছ্ত্রেীদের।

মায়ানমারের বিরুদ্ধে জয় দিয়ে হিরো ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করল আয়োজক ভারত। ম্যাচের শেষে স্কোর ১-০ হলেও দুই দলই এ দিন ৯০ মিনিটে যা সুযোগ পেয়েছিল, তাতে ছবিটা পুরো অন্যরকম হত। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী একাই প্রায় চারটি অবধারিত গোলের সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত অনিরুদ্ধ থাপার গোলে জেতে ভারত।   

বুধবার ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার সমর্থকের সামনে ভারত দাপুটে ফুটবল খেললেও মায়ানমারও প্রায়ই পাল্টা আক্রমণে উঠে ভারতীয় গোলকিপার অমরিন্দর সিং ও ডিফেন্ডারদের কড়া পরীক্ষার মুখে ফেলে। সারা ম্যাচে ভারত যেখানে ছ’টি গোলমুখী শট নেয়, সেখানে মায়ানমারের দু’টি শট ছিল গোলে। অমরিন্দর সিং দুর্দান্ত দক্ষতায় অবধারিত একাধিক গোল বাঁচাতে না পারলে ‘ক্লিন শিট’ রেখে মাঠ ছাড়া হত না ভারতের।

     

বিজ্ঞাপন

Goto Top