১-১ গোলে ম্যাচ শেষ হল।
ভিয়েতনাম সফর ১-১ ড্র দিয়ে শুরু করল ভারত। শনিবার হো চি মিন সিটির থং নহাত স্টেডিয়ামে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশ্ব ক্রমতালিকায় পিছিয়ে থাকা সিঙ্গাপুরকে হারানোর সুযোগ পেয়েও হারাল। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে তারা। প্রথমার্ধে গোল খাওয়ার ছ’মিনিটের মধ্যে তা শোধ করলেও জয়সূচক গোলটি আর পাওয়া হয়নি ভারতের। সেট পিস থেকে গোল করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি ভারত।
ম্যাচের পরে ভারতীয় দলের অধিনায়ক স্বীকার করে নেন, তাঁরা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। বলেন, “আমাদের আজ আরও ভাল খেলা উচিত ছিল। অনেক গোলের সুযোগ নষ্ট হয়েছে। অনেক কিছু শোধরাতে হবে আমাদের। আবহাওয়া নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। দুদিন আগেই চলে এসেছি আমরা এখানে। তাই এটা কোনও কারণ হতে পারে না। এখানকার মাঠ খুবই ভাল। আমাদেরই এখন অনেক কিছু শোধরাতে হবে”।