৩-০ গোলে হার সুনীল ছেত্রীদের।
ভিয়েতনামে দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না ভারত। মঙ্গলবার হো চি মিন সিটির থং নহাত স্টেডিয়ামে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভিয়েতনাম তাদের হারাল ৩-০-য়। ভারতীয় দলের অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এ দিন তাঁর অসাধারণ দক্ষতা না দেখালে ভারত হয়তো ছ’গোলেরও বেশি ব্যবধানে হারত। এই জয়ের সঙ্গে টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হল ফিফা ক্রমতালিকায় ৯৭ নম্বরে থাকা ভিয়েতনাম।
সিঙ্গাপুরের বিরুদ্ধে গত ম্যাচে ১-১ ড্র করার পরে আশা করা হয়েছিল, প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে নিয়ে ভারত হয়তো ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুনীল ছেত্রীদের পারফরম্যান্সে তেমন লড়াইয়ের প্রবণতা দেখা যায়নি। ১০, ৪৯ ও ৭১ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান ফ্যান ভান ডুক, ভ্যান তোয়ান ও ভ্যান কুয়েত। গত ম্যাচের দলে তিনটি পরিবর্তন করে এ দিন প্রথম এগারো নামান ভারতের কোচ ইগর স্টিমাচ। নরেন্দর, রোশন ও কোলাসোকে বাইরে রেখে সন্দেশ ঝিঙ্গন, চিঙলেনসানা সিং ও উদান্ত সিংকে প্রথম দলে আনেন তিনি। তবে তাঁরা দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে পারেননি।