ম্যাচের ফল গোলশূন্য।
সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল। শিলংয়ে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেন সুনীল ছেত্রীরা।
প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। তবে প্রথম মিনিটেই পিছিয়ে যেতে পারত ভারত। প্রথম মিনিটেই বিশাল কাইথের ভুলে গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এরপর ১১ মিনিটে ফের বড়ো ভুল করেন বিশাল। তাতে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শুভাশিস বোস গোল লাইন সেভ করেন। ম্যাচের ২৭ মিনিটেও গোলের দেখা পায়নি ব্লু টাইগার্সরা। ভারতীয় দলের রক্ষণ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। বিশাল-সন্দেশদের ভুলে বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের শুরু থেকেই লিস্টন বাম দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টা করছে। একটা সময়ে লিস্টন বাংলাদেশের অধিনায়ককে বিড করে এগিয়ে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত হামজা বডি ট্যাকেল করে লিস্টনকে আটকে দেন।
ম্যাচের ৬১ মিনিটে বিশাল আবারও বল দেন বাংলাদেশ ফুটবলারের পায়ে। ম্যাচের ৬৮ মিনিটে বরিস ডান দিক থেকে একটি ক্রস দেওয়ার চেষ্টা করেন, যা প্রতিপক্ষ ক্লিয়ার করলেও বল বক্সের বাইরে থাকা শুভাশিসের কাছে চলে যায়। তিনি বলটি বুকে নিয়ন্ত্রণ করে ডান দিকে কেটে শট নেন, তবে তা বারের ওপর দিয়ে চলে যায়। একটি সহজ সুযোগ নষ্ট করে ভারত। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়।