• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

মালয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র ভারতের

প্রথম জয়ের স্বাদ পেলেন না মানোলো। 

চলতি বছরে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবল দল। তাই ফ্রেন্ডলি ম্যাচ হলেও মালয়েশিয়াকে হারানোর জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে ছিল মানোলো মার্কেজের ছেলেরা। কিন্তু চলতি বছরে জয়ের মুখ দেখতে ব্যর্থ ভারত। মালয়েশিার বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করল ভারতীয় দল। 
ম্যাচের শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটে ব্লু টাইগার্স। যদিও গোলের দেখা পায়নি তারা। উলটে রক্ষণের দোষে গোল খেয়ে বসে মানোলোর দল। ম্যাচের ১৯ মিনিটে স্টুমার গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন। অধিনায়ক গুরপ্রীত সিং একটি লং বল ক্লিয়ার করতে গেলে গোল খায় ভারত। তবে এই গোল খাওয়ার পরে হুঁশ ফেরে মানোলোর ছেলেদের। এরপর ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে ভারত। ম্যাচের ৩৯ মিনিটে ব্লেন্ডন ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রাহুল ভেকে। বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল।  বিরতির পরেও খেলার রাশ নিজেদের দখলে রাখার চেষ্টা করে মানোলোর ছেলেরা। কিন্তু সেভাবে কোনও ইতিবাচক আক্রমণ না হওয়ার জন্যই গোলের মুখ খুলতে ব্যর্থ মানোলোর ছেলেরা।

     

বিজ্ঞাপন

Goto Top