• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ মলদ্বীপের সামনে ভারত

অবসর ভেঙে নামছেন সুনীল। 

বুধবার মলদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে মানোলো মার্কেজের ভারত। সদ্য অবসর ভেঙে এই ম্যাচে খেলবেন সুনীল ছেত্রী। ভারতীয় দলে এখন গোল করার লোকের অভাব। তাই অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন সুনীল। মলদ্বীপের খেলতে নামার আগে আত্মবিশ্বাসী হয়ে রয়েছে ব্লু টাইগার্সরা। 
এই প্রথমবার শিলংয়ে খেলছে ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ মানোলো ও ফুটবলার মেহতাব সিং। মলদ্বীপের বিরুদ্ধে নামার আগে মানোলো বলেন, ‘প্রস্তুতি হিসাবে আমাদের কাছে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। দলের ছেলেরা এই ম্যাচ নিয়ে খুব সিরিয়াস। জয় ছাড়া আর কোনও লক্ষ্য নেই আমাদের।’ প্রতিপক্ষ প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, ‘মলদ্বীপ ভালো দল।ওদের ভালো মানের ফুটবলার রয়েছে। তবে আমরা প্রতিপক্ষ নয়, নিজের দল নিয়েই ভাবছি।’ তবে বাংলাদেশের বিরুদ্ধে একই দল খেলবে না তা জানিয়ে দিয়েছেন মানোলো।
অভিজ্ঞ সুনীল ফিরে আসাতে খুশি মানোলো। সেইসঙ্গে মলদ্বীপের বিরুদ্ধে সুনীল কিছুক্ষণ মাঠে নামবে তা জানিয়ে দিয়েছেন মানোলো। তবে কতক্ষণ সুনীল খেলবে বা কখন মাঠে নামবে তা খোলসা করেননি মানোলো। সুনীল প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, ‘ভারতীয় ফুটবলার হিসাবে সব থেকে বেশি গোল করেছেন সুনীল। তাই ওকে নেওয়া হয়েছে। বয়স কোনও সমস্যা নয়। যারা ভালো ছন্দে রয়েছে তাঁরা খেলবে। ভারতীয় দলে খেলে ফুটবলার তৈরি হয় না। ফুটবলার তৈরি হয়ে ভারতীয় দলে খেলতে আসে।’

 

     

বিজ্ঞাপন

Goto Top