চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
অনূর্ধ ২৩ এএফসি এশিয়ান কাপ ২০২৪ এর বাছাই পর্বে ভারতের গ্রুপে আছে দুই শক্তিশালী দেশ চিন এবং আরব আমিরশাহী। সঙ্গে মলদ্বীপও। কুয়ালালামপুরে হওয়া সূচী তৈরির অনুষ্ঠানের পর এই ঘোষণা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
এ বছর সেপ্টেম্বরের ৬ থেকে ১২ এই গ্রুপের ম্যাচগুলি হবে চিনে। মোট ৪৩টি দল বাছাই পর্বে খেলবে। এদের ১১টি গ্রুপে ভাগ করা হয়েছে। দশটি গ্রুপে চারটি করে ও একটি গ্রুপে তিনটি দল রয়েছে। ভারত রয়েছে 'জি' গ্রুপে। ১১টি গ্রুপের সেরা দলগুলি ও দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে চারটি দল মূলপর্বে উঠবে। এ ছাড়া থাকবে আয়োজক দেশ কাতার। মূলপর্ব হবে আগামী বছর ১৫ এপ্রিল থেকে ৩ মে।
অনূর্ধ ২৩ এশিয়ান কাপের মূলপর্ব থেকে বেছে নেওয়া হবে ২০২৪-এর প্যারিস অলিম্পিক ফুটবলের সেরা তিন এশীয় দলগুলিকে। চতুর্থ সেরাদের প্লে কবে খেলে যোগ্যতা অর্জন করতে হবে। ভারত এই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বাছাই পর্বে ভারতের সূচী: ৬ সেপ্টেম্বর- ভারত বনাম মলদ্বীপ, ৯ সেপ্টেম্বর- চিন বনাম ভারত, ১২ সেপ্টেম্বর- আরব আমিরশাহী বনাম ভারত।