• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আইএসএল ফাইনাল ১২ এপ্রিল

ঘোষিত হল আইএসএলের প্লে-অফের সূচি।

ঘোষিত হল আইএসএলের প্লে-অফের সূচি। ফাইনাল ১২ এপ্রিল। মোহনবাগানের দু’টি সেমিফাইনাল ৩ ও ৭ এপ্রিল। এর মধ্যে ৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ। ৭ তারিখ মোহনবাগান খেলবে যুবভারতীতে।
প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্বের সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার। যে হেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
২৯ মার্চ প্রথম নকআউট ম্যাচে খেলবে বেঙ্গালুরু ও মুম্বই। এই ম্যাচ হবে বেঙ্গালুরুতে। পরের দিন দ্বিতীয় নকআউটে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর। এটি নর্থইস্টের হোম ম্যাচ।
২ এপ্রিল প্রথম সেমিফাইনালে গোয়া খেলবে বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর সঙ্গে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানকে খেলতে হবে নর্থইস্ট ও জামশেদপুরের বিজয়ীর সঙ্গে। দু’টি ম্যাচই যথাক্রমে গোয়া ও মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। গোয়ার মাঠে ফিরতি লেগের সেমিফাইনাল ৬ এপ্রিল। যুবভারতীতে মোহনবাগানের ফিরতি লেগের সেমিফাইনাল ৭ এপ্রিল। ১২ এপ্রিল ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। কোন দু’টি দল ফাইনালে উঠছে তার ওপর নির্ভর করছে ম্যাচের কেন্দ্র।
মোহনবাগান টানা দ্বিতীয় বার লিগ শিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তারা প্রথম দল হিসাবে এই কীর্তি গড়েছে।
প্লে অফের ক্রীড়াসূচি নীচে দেওয়া হলঃ
•    ২৯ মার্চ: নকআউট ১ – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
•    ৩০ মার্চ: নকআউট ২ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
•    ২ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
•    ৩ এপ্রিল: সেমি-ফাইনাল ২ (প্রথম লেগ) – নকআউট ২-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
•    ৬ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী
•    ৭ই এপ্রিল: সেমি-ফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ২-এর বিজয়ী
•    ১২ এপ্রিল: ফাইনাল – সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী।

     

বিজ্ঞাপন

Goto Top