• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন জাপানের

প্রথম দেশ হিসাবে ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন।

প্রথম দেশ হিসাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল জাপান। বৃহস্পতিবার বাহরিনকে ২-০ গোলে হারিয়ে যোগ্যতা অর্জন করল তারা।  পরের বছর ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ।  

জাপানের হয়ে গোল করেন দাইচি কামাডা এবং টেকফুসা কুবো। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পর পর আটটি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল জাপান। পরের বছর বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। সেই তিন দেশ আয়োজক হিসাবে যোগ্যতা অর্জন করেছিল। এ বার যোগ হল জাপান।

     

বিজ্ঞাপন

Goto Top