৭-০ ব্যবধানে উড়িয়ে দিলেন ফেরান তোরেসরা।
বিশ্বকাপে ফের অঘটন। আর্জেন্টিনার পরে প্রথম ম্যাচে হেরে গেল শক্তিধর জার্মানিও। তাও জাপানের বিরুদ্ধে। ২-১ গোলে হেরে গেল হান্সি ফ্লিকের দল।
গন্যাব্রি, মুসিয়ালা, হাভার্টজরা শুরু থেকেই একের পর এক আক্রমণে জাপানি রক্ষণকে ছিন্নভিন্ন করে দিচ্ছিলেন জার্মানরা।যার ফলও মেলে ৩৩ মিনিটে। পেনাল্টি থেকে জার্মানদের হয়ে গোল করে দেন ইকাই গুন্ডয়ান। গোল হজম করার পর অবশ্য দমে যায়নি জাপান। চারবারের চ্যাম্পিয়নদের পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তারা
কিন্তু জার্মান প্রতিরোধ ভেঙে যায় ৭৫ মিনিটের মাথাতেই। বা প্রান্ত থেকে জাপানি উইঙ্গারের জোরাল শট প্রথমে প্রতিহত করলেও রিবাউন্ড থেকে গোল করে সমতা ফিরিয়ে দেন রিতসু দোয়ান। ম্যাচে সমতা ফেরার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় জার্মানি। মুহুর্মুহু জাপানের রক্ষণকে পরীক্ষার সামনে ফেলেন জার্মানির ফরওয়ার্ডরা। কিন্তু এবারেও আক্রমণ ভাগে ফুটবলার বাড়িয়ে ফেলার খেসারত দিতে হল জার্মানদের। প্রতি আক্রমণে বিশ্বমানের গোল তুলে নিয়ে জয় নিশ্চিত করে দিলেন জাপানের তাকুমা আসানো।এদিকে, বুধবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আর কোনও অঘটন ঘটল না। কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিলেন ফেরান তোরেসরা।