• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরলের মুখোমুখি ইস্টবেঙ্গল

জয় দিয়ে শুরু করতে মরিয়া লাল-হলুদ। 

আইএসএল ২০২২-২৩ মরশুম শুরু হতে আর কয়েক ঘণ্টা।আজ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঠাসা গ্যালারির সামনে স্থানীয় ফেভারিট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল এফসি অর্থাৎ গত কয়েকবারের মতো বারেও বাংলা কেরলের ফুটবল দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে দেশের এক নম্বর ফুটবলের আসর হিরো ইন্ডিয়ান সুপার লিগ

২০১৭-১৮ থেকে প্রতিবারই এই কেরল-বঙ্গ দ্বৈরথ দিয়ে সূচনা হয়েছে আইএসএলের। সেবার এটিকে এফসি- বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ব্লাস্টার্স। পরের বার ব্লাস্টার্স জেতে --য়। ২০১৯-২০-তেও তারা -- হারায় এটিকে এফসি-কে। এটিকে মোহনবাগান ২০২০-২১- তাদের হিরো আইএসএল অভিষেকে ব্লাস্টার্সকে হারায় --য়। গতবারও তাদের কাছে -- হেরেছিল হলুদ-বাহিনী বছর ব্লাস্টার্সের প্রতিপক্ষ পাল্টালেও কেরল-বঙ্গ যুদ্ধের গন্ধটা যায়নি আইএসএলের উদ্বোধনী ম্যাচের গা থেকে। বার তাদের সামনে বঙ্গ ফুটবলের আর এক হেভিওয়েট বাহিনী ইস্টবেঙ্গল এফসি, যাদের লাল-হলুদ জার্সির ঝলকানিতে হলুদ জার্সিধারীদের চোখ ধাঁধিয়ে যাবে না তো? আর কয়েক ঘণ্টা পরেই উত্তর পেয়ে যাবে ফুটবলপ্রেমীরা।

 

     

বিজ্ঞাপন

Goto Top