জয় দিয়ে শুরু করতে মরিয়া লাল-হলুদ।
আইএসএল ২০২২-২৩ মরশুম শুরু হতে আর কয়েক ঘণ্টা।আজ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঠাসা গ্যালারির সামনে স্থানীয় ফেভারিট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল এফসি। অর্থাৎ গত কয়েকবারের মতো এ বারেও বাংলা ও কেরলের ফুটবল দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে দেশের এক নম্বর ফুটবলের আসর হিরো ইন্ডিয়ান সুপার লিগ।
২০১৭-১৮ থেকে প্রতিবারই এই কেরল-বঙ্গ দ্বৈরথ দিয়ে সূচনা হয়েছে আইএসএলের। সেবার এটিকে এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ব্লাস্টার্স। পরের বার ব্লাস্টার্স জেতে ২-০-য়। ২০১৯-২০-তেও তারা ২-১-এ হারায় এটিকে এফসি-কে। এটিকে মোহনবাগান ২০২০-২১-এ তাদের হিরো আইএসএল অভিষেকে ব্লাস্টার্সকে হারায় ১-০-য়। গতবারও তাদের কাছে ২-৪-এ হেরেছিল হলুদ-বাহিনী। এ বছর ব্লাস্টার্সের প্রতিপক্ষ পাল্টালেও কেরল-বঙ্গ যুদ্ধের গন্ধটা যায়নি আইএসএলের উদ্বোধনী ম্যাচের গা থেকে। এ বার তাদের সামনে বঙ্গ ফুটবলের আর এক হেভিওয়েট বাহিনী ইস্টবেঙ্গল এফসি, যাদের লাল-হলুদ জার্সির ঝলকানিতে হলুদ জার্সিধারীদের চোখ ধাঁধিয়ে যাবে না তো? আর কয়েক ঘণ্টা পরেই উত্তর পেয়ে যাবে ফুটবলপ্রেমীরা।