৩-১ গোলে হার লাল-হলুদের।
আইএসএল ২০২২-২৩-এর শুরুটা অসাধারণ হল গতবারের রানার্স কেরালা ব্লাস্টার্সের। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩-১-এ তারা হারাল ইস্টবেঙ্গল এফসি-কে। ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর আদ্রিয়ান লুনার গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স। কিন্তু ম্যাচের একেবারে শেষে আট মিনিটের মধ্যে তিনটি গোল হওয়ায় উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা হাজার পঞ্চাশ ফুটবলপ্রেমী।
৮০ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামার দু’মিনিট পরেই গোল পান প্রথম আইএসএল ম্যাচ খেলা ইউক্রেনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ইভান কালিউঝনি। এর সাত মিনিট পরে আবার এক অসাধারণ গোল পান তিনি। এর মাঝে ৮৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা একটি গোল শোধ করলেও এর বেশি গোল পায়নি তাঁর দল।