• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

এগিয়ে গিয়েও কেরালার কাছে হার মহামেডানের

জয়ে ফিরতে পারল না সাদা-কালো ব্রিগেড। 

এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে গেল মহামেডান স্পোর্টিং। রবিবার কিশোর ভারতীতে কেরালা ব্লাস্টার্সের কাছে ২-১ গোলে হেরে গেল মহামেডান স্পোটিং। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে সাদা-কালো ক্লাব। ম্যাচের ২৭ মিনিটে কাসিমোভ পেনাল্টি থেকে গোল করে মহামেডানকে এগিয়ে দেন।

বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল চেরনিশভের ছেলেরা। তবে বিরতির পরে ছন্দ নষ্ট হয় সাদা-কালো দলের। ম্যাচের ৬৭ মিনিটে কেরালার পেপরা গোল করে দলকে সমতায় ফেরান। এরপর  জিমেনেজ দ্বিতীয় গোল করে কেরালার হয়ে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ২-১ গোলে  হেরেই মাঠ ছাড়ে সাদা-কালো ক্লাব। 

     

বিজ্ঞাপন

Goto Top