কোয়ালালমপুর সিটির বিরুদ্ধে ৩-১ গোলে হার।
এএফসি কাপে স্বপ্নভঙ্গ হল এটিকে-মোহনবাগানের। ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে দৌড় শেষ হয়ে গেল বাগানের। কোয়ালালমপুর সিটি এফসির বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন।
ম্যাচের ৬০ মিনিটে পাওলোর গোলে এগিয়ে গিয়েছিল কোয়ালালমপুর সিটি। তবে ৯০ মিনিটে ফারদিন গোল করে বাগানকে সমতায় ফেরান। তখন মনে হয়েছিল ম্যাচ হয়তো অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু তখনও ফ্রি-কিক থেকে গোল করে যান ফাকরুল। এরপরেও শুভাশিস বসুর ভুল পাস থেকে গোল করে ব্যবধান বাড়ায় কোয়ালালমপুর সিটি। গোল করেন রোমেল। সেই সঙ্গে স্বপ্ন শেষ হয়ে যায় সবুজ-মেরুনের।