ত্রি মুকুট জিতে ফার্গুসনকে ছুঁলেন পেপ
ত্রি মুকুট জিতল ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়র লিগ আগেই ছিল পকেটে। সদ্য চিরপ্রতিবন্ধী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে হারিয়ে এফএ কাপ। এবার ইন্টার মিলানকে হারিয়ে এল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। মিলানের বিরুদ্ধে ১-০ জিতে একের পর এক রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছে দল ও কোচ। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক মাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন। এ বার ম্যান সিটির হয়ে জিতলেন।
ম্যাচের শুরু থেকেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে বিপক্ষ দুই দল সুযোগ যে খুব বেশি পেয়েছে তা নয়। শেষ পর্যন্ত ম্যাচের ৬৮ মিনিটের মাথায় বিপক্ষের জালে বল জড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটির রদ্রি। ম্যাচ শেষের বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।এই ম্যাচে মিলান যে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে নি তা নয়। এত কাছাকাছি এসে নিজেদের চার বারের জন্য ট্রফি ঘরে নিয়ে যাবে ভেবেছিল তারা। কিন্তু তা হয়নি।