• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ম্যান ইউকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান সিটি

জোড়া গোল গুন্দোগানের। 

 এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতল সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান। 

 ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যেই গুন্দোগান এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। এটি এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোল। ম্য়াচের ৩০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করে বসেন। পেনাল্টির দাবি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। আর পেনাল্টি থেকে গোলশোধ করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস।৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোগান। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যান ইউকে। 

     

বিজ্ঞাপন

Goto Top