• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

প্রিমিয়ার লিগ জয় ম্যান সিটির

শেষ ছ’মরশুমে পঞ্চমবার প্রিমিয়ার লিগ জয় সিটির। 

আর্সেনালের হার। তাতেই প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত হয়ে গেল।

চলতি মরশুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়টা ম্যাঞ্চেস্টার সিটির কাছে ছিল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষা অবশ্য দীর্ঘায়িত হল না। শনিবারেই প্রিমিয়র লিগের খেতাব জয় নিশ্চিত করল তারা। লিগের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল হেরে যাওয়ার ফলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় পেপ গুয়ার্দিওলার ছেলেদের। মিকেল আর্তেতার আর্সেনাল এদিন অবনমনের আওতায় থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে যায়। ফলে শেষ ছয় মরশুমে পঞ্চমবার প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত হল সিটির।

     

বিজ্ঞাপন

Goto Top