খুশি এরিক টেন হাগ।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ১-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়াগা পাকা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ম্যাচের একেবারে শুরুতেই অর্থাৎ ৬ মিনিটের মাথায় এরিকসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসিমেরো। শুরুতেই ধাক্কা খায় চেলসি। তবে প্রথমার্ধেই ফের আরও একটি গোল করতে সক্ষম হয় ম্যান ইউ। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে গোল করে দলকে আরও এগিয়ে দেন অ্যান্টনি মার্টিয়াল। ২-০ ভাবে প্রথমার্ধ শেষ করে তারা। ৭৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জালে বল জড়িয়ে দলের তৃতীয় গোলটি এনে দেন ব্রুনো ফার্নান্ডেজ। ব্রুনোর গোলের কয়েক মিনিটের পর এই ম্যাচের ম্যান ইউ-র শেষ গোলটি করেন রাশফোর্ড। ৭৮ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করেন তিনি। ম্যাচের একেবারে শেষে অর্থাৎ জোয়াও ফেলিক্স ৮৯ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান।