দুই কিংবদন্তির জন্য গর্বিত বিশ্ববাসী।
১৯৭৬ সালের ১ এপ্রিল, সান্তা ক্লারার একটি গ্যারেজে, স্টিভ এবং ওজনিয়াক নামের দুই যুবক তাদের প্রতিষ্ঠান, অ্যাপল কম্পিউটারকে জন্ম দিলেন। এই প্রতিষ্ঠান পরবর্তীতে প্রযুক্তি বিশ্বের জগতে ইতিহাস গড়বে।
বিশ্বের মানচিত্রে ওই একই বছর, ২০ অক্টোবর, কুপারটিনোতে অ্যাপলের যাত্রা শুরু হল। এই প্রতিষ্ঠান দ্রুত বিশ্বব্যাপী পরিচিতি পেল।
ঠিক ওই দিন, মাস এবং বছরে, আমেরিকার অন্য প্রান্তে, দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশ আর্জেন্টিনায়ও কিছু গ্যারেজ ছিল। তবে সেগুলো বাড়ি হিসেবে কাজ করত। সেখানেই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল।
১৯৭৬ সালের ২০ অক্টোবর, দিয়েগো আর্মান্ডো মারাদোনা, আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ১৬ বছর বয়সে আর্জেন্টাইন লীগে অভিষেক ঘটালেন। তিনি অ্যাপল সম্পর্কে কিছুই জানতেন না। তার মধ্যে প্রযুক্তির প্রতিভা ছিল না। তবুও, তিনি অ্যাপলের সাথে কিছু ভাগ করে নিয়েছিলেন - তিনি বিশ্বকে বদলে দিতে চেয়েছিলেন।
তালেরেস কর্ডোবার বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের ম্যাচে, দ্বিতীয়ার্ধের শুরুতে রুবেন আনিবাল জিয়াকোবেটিকে তুলে দিয়েগো মারাদোনাকে মাঠে নামলেন কোচ, হুয়ান কার্লোস মন্টেস। তাকে প্রথমবার আর্জেন্টিনা লীগের ম্যাচে নামানোর আগে কানের কাছে গিয়ে বললেন, "লিটল বয়, তুমি যেমন জানো, তেমনই খেলো।"
আর্জেন্টিনোস জুনিয়র্সে ১৬৬ ম্যাচে তিনি ১১৬ গোল করেছিলেন এবং ৬০টি অ্যাসিস্ট করেছিলেন। বাকিটা ইতিহাস অনেকটা অ্যাপলের মতোই।