পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল হোসে মোলিনার দল।
জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের। কলকাতায় পরপর দু’টি ডার্বি জয়। তারপর হায়দরাবাদে গিয়েও পুরো পয়েন্ট তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। টানা তিন জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল হোসে মোলিনার দল।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ-মেরুন ব্রিগেড। একের পর এক আক্রমণে হায়দরাবাদ রক্ষণকে ব্যাতিব্যস্ত করে তোলেন ম্যাকলারেন-সহালরা। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে মেরিনার্সকে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। মনবীর সিংয়ের দুরন্ত গোলে শেষ পর্যন্ত লিড নেয় মোহনবাগান। নিজেদের অর্ধ থেকে অনিরুদ্ধ থাপা নিখুঁত পাস বাড়ান মনবীরকে। অনেকটা ফাঁকা জায়গা পেয়ে তিনি একাই টেনে নিয়ে গিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
৫৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পেয়ে যায় মোহনবাগান। হায়দরাবাদ বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় তারা। গ্রেগ স্টুয়ার্টের বাঁপায়ের ক্রসে মাথা ছুঁইয়ে বলকে ঠিকানায় পাঠিয়ে দেন শুভাশিস বসু। গত ম্যাচে মহামেডানকে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পাওয়া হায়দরাবাদ এদিন বাগান রক্ষণকে সেরকম কোনও পরীক্ষার মুখেই ফেলতে পারেনি।