• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ কেরালাকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখার লড়াই মোহনবাগানের

সতর্ক জুয়ান ফেরান্দো।

 ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে লিগের সেরা ছয়। প্রথম দুটো জায়গা পাকা হয়ে গেলেও বাকি চারটি জায়গার জন্য লড়াই এখনও চলছে। জায়গা চারটি, দল পাঁচ। যার মধ্যে কেরালা ব্লাস্টার্স ও এটিকে মোহনবাগান দুই পক্ষই রয়েছে। তাই শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের দ্বৈরথ যে কতটা জমজমাট হয়ে উঠতে চলেছে, তা আন্দাজ করা খুব একটা কঠিন কাজ নয় বোধহয়।

প্লে অফে জায়গা পেতে গেলে এটিকে মোহনবাগানকে তাদের শেষ দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট পেতেই হবে। অন্য দিকে, বৃহস্পতিবার এফসি গোয়ার হারের পর কেরালা ব্লাস্টার্স প্লে অফে জায়গা পাকা করেই ফেলেছে। এখন সেরা চারে থাকতে গেলে তাদের এই ম্যাচ জিততে হবে। তাই চাপটা স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন শিবিরেরই বেশি।

এই চাপটা অবশ্য নিজেরাই ডেকে এনেছেন প্রীতম কোটালরা। গত তিনটি ম্যাচের মধ্যে তারা যদি অন্তত একটি ম্যাচে জিততে পারত, তা হলে এতটা চাপে পড়তে হত না তাদের। কিন্তু গত তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় তাদের রাস্তা আরও কঠিন হয়ে পড়েছে। শনিবার ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং ২৫ ফেব্রুয়ারি কলকাতা ডার্বি থেকে অন্তত তিন পয়েন্ট তুলতে না পারলে সেরা ছয় থেকে বিদায় অবধারিত। ইস্টবেঙ্গল এফসি তো আগেই সেরা ছয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এ বার এটিকে মোহনবাগানও ব্যর্থ হলে চলতি লিগে বাংলার ফুটবলপ্রেমীদের আফসোস করা ছাড়া আর কোনও কাজ থাকবে না। যেমনটা হয়েছিল মরশুমের শুরুতে ডুরান্ড কাপে।

     

বিজ্ঞাপন

Goto Top