• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ডুরান্ড থেকে বিদায় নিল মহামেডান

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-০ গোলে হার। 

ডুরান্ডে দৌড় থেমে গেল মহামেডানের। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল সাদা-কালো ক্লাব। ম্যাচের ৯০ মিনিটে মুম্বই এফসির হয়ে একমাত্র গোলটি করেন বিপিন সিং।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল। কলকাতার একমাত্র ক্লাব হিসাবে মহামেডান টিকে। বলা ভালো দুরন্ত পারফরম্যান্স মেলে ধরছিল। মুম্বই এফসির বিরুদ্ধেও ভালো লড়াই করছিল মহামেডান। কিন্তু শেষ রক্ষা হল না।ম্যাচে অনেক সুযোগও নষ্ট করেছে মহামেডান। কিন্তু শেষ পর্যন্ত বিপিনের গোলই ছিটকে দিল সাদা-কালো ক্লাবকে।

     

বিজ্ঞাপন

Goto Top