• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

মারাদোনার রেকর্ড ছুঁলেন মেসি

ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। 

 

মেক্সিকোর বিরুদ্ধে গোল করে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার।রোনাল্ডোরও গোল সংখ্যা ৮। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও ৮টি গোল করে ফেললেন বিশ্বকাপে। তবে এই তিন জনের মধ্যে কম ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনাল্ডো। ২০০৬ সালের বিশ্বকাপে ম্যাচ খেলে ১টি গোল করেছেন মেসি। ২০১০ সালে ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি তিনি। ২০১৪ সালের বিশ্বকাপে ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে ম্যাচে ১টি গোল করেছেন মেসি। বারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে ২টি গোল করা হয়ে গিয়েছে আর্জেন্টিনার অধিনায়কের। আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন দিয়েগোকে।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলে মারাদোনার আরও একটি রেকর্ড ভাঙবেন মেসি সেটি হল আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড চারটি বিশ্বকাপ মিলিয়ে মারাদোনা খেলেছেন মোট ২১টি ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে নামলে ২২টি ম্যাচ খেলা হয়ে যাবে মেসির

 

     

বিজ্ঞাপন

Goto Top