• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

চিনে পাসপোর্ট বিভ্রাট! বিমানবন্দরেই দু’ঘণ্টা আটকে মেসি

নিন্দায় ফুটবল বিশ্ব।  

 

 সম্প্রতি আর্জেন্তিনা দলের সঙ্গে চিন সফরে গিয়েছেন মেসি। তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল দেখার মতন। এই চিন সফরেই লিওনেল মেসির সঙ্গে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।পাসপোর্ট সমস্যায় পড়তে হল তারকাকে। আর তার জেরে চিনের বেজিং বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হল লিওনেল মেসিকে!

চিন সফরে এসেছে আর্জেন্তিনা। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেজিং বিমানবন্দরে মেসির পাসপোর্ট নিয়ে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। যার জেরেই এই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তারকাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। ম্যাচটি খেলা হবে চিনের রাজধানী বেজিংয়ে।

     

বিজ্ঞাপন

Goto Top